কন্টেন্ট এড়িয়ে যাও

মাইক্রোপ্লাস্টিক এবং পরিবেশ

টেক্সটাইল ফাইবার কতদিন টিকবে?

উদ্ধৃতিসাগরে ও মহাসাগরে প্লাস্টিকের দূষণ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন বাড়ছে।বণ্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠীর সদস্যরা মহাসাগরে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ে সতর্কঘণ্টা বাজাচ্ছেন। ইন্টারনেটে সাধারণ একটি খোঁজ থেকে পাওয়া ছবিতে দেখা যায় অসহায় মাছেরা কীভাবে ব্যাগের বর্জ্যে আটকা পড়ছে এবং তিমি ও অন্য সামুদ্রিক স্তন্যপায়ীদের পাকস্থলীতে হজম করতে না পারা প্লাস্টিক মিলছে।

গেয়ার ও অন্যদের মতে, ১৯৫০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের পলিমার রেজিন, সিনথেটিক ফাইবার ও অ্যাডিটিভসের প্রায় ৬০% (প্রায় ৫ বিলিয়ন টন) ডিসকার্ড বা বাতিল করা হয়েছে। এসবের মধ্যে ৬০০ মিলিয়ন টন ফাইবার। এসব প্লাস্টিক ডিজাইন করা হয়েছিলো ভূমি ভরাটের উদ্দেশে; যদিও, কিছু প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গেছে যেখানে তারা আরও বেশি পরিমাণে ক্ষতির কারণ হতে পারে।

এরিকসেন ও অন্যরা হিসাব করেছেন যে ২৭০,০০০ টন ওজনের ৫.২৫ ট্রিলিয়ন প্লাস্টিক কণা বিশ্বের মহাসাগরগুলিতে ভাসমান। সংজ্ঞানুসারে মাইক্রোফাইবার সাধারণত ৫ মিলিমিটার বা এর কম দৈর্ঘ্যের হয়ে থাকে। সম্প্রতি, প্রায় দৃষ্টির অগোচরে থাকা এই প্লাস্টিক সমস্যার প্রতি মনোযোগ বেড়েছে যেহেতু এসব মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খলে অনুপ্রবেশের মাধ্যমে স্বাস্থ্য ও ইকোসিস্টেমে ক্ষতি করতে পারে এবং পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে যেতে পারে। উপরন্তু, এই প্লাস্টিক কণার অন্যান্য ক্ষতিকর দূষণকারী পদার্থকে আকর্ষণ ও গ্রহণের সম্ভাবনা রয়েছে যা শেষ পর্যন্ত মাছে মিশতে পারে, বায়োএকুমুলেশন বা প্রাণিদেহ দূষণকারী যৌগে পরিণত করার মাধ্যমে।

পিএলওএস ওয়ান এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নমুনা হিসেবে সংগ্রহ করা কলের পানির ৮১% ,যুক্তরাস্ট্রের ১২টি বিয়ার ব্র্যান্ডের ১০০% এবং সামুদ্রিক লবণের ১০০% এ মাইক্রোপ্লাস্টিকের দূষণ ধরা পড়েছে পরীক্ষায়। একটি বড় প্রশ্ন হলো মাইক্রোপ্লাস্টিক কোথা থেকে আসে। একটি বড় সম্ভাব্য উৎস হলো বছরে উৎপাদিত প্রায় ৮৫ মিলিয়ন মেট্রিকটন পলিয়েস্টার ফাইবার, যার বেশিরভাগ অংশ অ্যাপারেল ও গৃহসজ্জায় ব্যবহৃত।

কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে, মাইক্রোফাইবার তৈরি হয় এবং ময়লা পানির সঙ্গে তা নিঃসরিত হয় পরিশোধন ব্যবস্থায়। ময়লা পানি পৌর পরিশোধন প্ল্যান্টে যায়,যেখানে কিছু ফাইবার ফিল্টার হয় এবং কাদায় আটকে যায়। অবশিষ্টরা সরাসরি পানি পথে নির্গত হয়। কাদা শুকিয়ে সাধারণত কৃষি জমিতে প্রয়োগ করা হয় যেখান থেকে প্রাথমিকভাবে ছাকনিকৃত ফাইবারগুলোর অনেকটাই শেষ পর্যন্ত সাগরে পৌঁছায়।

ধোয়ার সময় কটন অ্যাপারেলকে সেলুলোজ মাইক্রোফাইবারের উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে। সাধারণ জ্ঞান থেকে বলা যেতে পারে তুলা ও অন্যান্য প্রাকৃতিক ফাইবার বা তন্তু, যেমন উল, প্রাকৃতিকভাবে পচে যায় যখন প্রকৃতিতে অবমুক্ত হয়। কি পরিমাণে এবং কত দ্রুত তা ঘটে? কীভাবে এটা মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে তুলনীয়? নর্থ ক্যারোলিনা স্টেট কলেজ অব ন্যাচারাল রিসোর্সেস এর গবেষকরা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করেছেন তুলা, পলিয়েস্টার, রেয়ন ও পলি/কটন এর ক্ষুদ্র কণাগুলির শেষ পর্যন্ত কি ঘটে। গতিশীল ধৌতকরণ পরীক্ষা ও পরিবেশগত পচনশীল গবেষণায় গবেষকরা খুঁজে পেয়েছেন যে, কটন ফাইবার বা তুলার তন্তু থেকে উদ্ভুত মাইক্রোফাইবার, মাইক্রোপ্লাস্টিকের মতো নয়, কটন ফিবরিলস সাগরের, হ্রদের ও পৌর পরিশোধনাগারের পানিতে দ্রুত পচে। গবেষণার উপসংহার হলো যে পলিমারভিত্তিক ফাইবারের তুলনায় কটন ফাইবার সবচেয়ে পরিবেশবান্ধব।

মাইক্রোফাইবার সমস্যার একটি বড় যোগানদাতা হিসাবে, টেক্সটাইল উৎপাদনকারীদের পরিবেশবান্ধব উপযোগী সিদ্ধান্ত নিতে হবে তাদের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য। কটন ইউএসএTM সাহায্য করতে পারে। কটন একটি দৃঢ় ও প্রাকৃতিক ফাইবার যার আগে যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্ভাবনী ব্যবহার রয়েছে, যেমন কটন ফ্লিস। যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ টেকসই মানদণ্ড বজায় রেখে উৎপাদন করা হয় এবং পরিবেশের সঙ্গে দ্রুত মিশে যায়। জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত, তুলা পরিবেশ এবং আপনার ব্যবসার জন্য তুলনামূলক ভালো পছন্দ।


এই গবেষণাপত্রটি কলম্বিয়ার ডেনভারের আউটডোর রিটেইলারস উইন্টার মার্কেট- এ ২০১৮ সালের নভেম্বরে জেস ডেস্টারের একটি প্রেজেন্টেশন থেকে প্রস্তুত করা হয়েছে। এখানে যে উপাত্ত দেওয়া হয়েছে তা আগে ডেস্টার উল্লেখ করেছেন। ডেস্টার কটন ইনকরপোরেটেডের করপোরেট সাসটেইনিবিলিটি অফিসার।


উদ্ধৃতি

১. Geyer, R.; Jambeck, J. R.; Law, K. L. Production, Uses, and Fate of All Plastics Ever Made. Sci. Adv. 2017, 3 (7), 5.

২. Eriksen, M. et al. Plastic Pollution in the World’s Oceans: More than 5 Trillion Plastic Pieces Weighing over 250,000 Tons Afloat at Sea. PLoS One 9, 1–15 (2014).

৩. Kosuth, M., Mason, S., & Wattenberg, E. (2018). Anthropogenic contamination of tap water, beer, and sea salt. PLOS One.