কন্টেন্ট এড়িয়ে যাও

ইউএস কটন কেনার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

ইউএস কটন কেন অগ্রাধিকারের তালিকায় শীর্ষে থাকে?

#ইউএস কটনের মতো বিশ্বের আর কোনো তুলা দেশি ও বিদেশি টেক্সটাইল কারখানায় পরীক্ষিত নয়। গত ৮০ বছর ধরে সুনামের সঙ্গে এটাই করে আসছে ইউএস কটন।

#চলতি শতাব্দীর শুরু থেকে এ পর্যন্ত ৩৩ কোটি বেল ইউএস কটন উৎপাদিত হয়েছে। এর মধ্যে ২৪ কোটি বেল ব্যবহৃত হয়েছে বিদেশি সুতার কারখানায়। আর বাকি ৯ কোটি বেল দেশীয় সুতার কারখানায় ব্যবহার করা হয়েছে।

#২০০০ সাল থেকে বিশ্বের ৭৪০ কোটি মানুষের জন্য ৭ হাজার কোটি টি-শার্ট, সাড়ে চার হাজার কোটি শার্ট, দেড় হাজার কোটি বিছানার চাদর ও ১ হাজার ৪০০ কোটি জিনস প্যান্ট তৈরি হয়েছে এই তুলা দিয়ে। ইউএস কটনে পুর্ণমাত্রায় তুলার তন্তুগত গুণাগুণ বিদ্যমান রয়েছে। এই কারণে বিভিন্ন ধরনের সুতা তৈরি ও একই জাতীয় তুলার বৈচিত্র্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায়।

#তুলার ভালো ফলন, উন্নতমানের ও দীর্ঘ আঁশযুক্ত তুলা উৎপাদন করা, সর্বোচ্চ পরিপক্কতায় উচ্চমান ও রং ধরে রাখা, তন্তুর স্বায়িত্ব এবং কম আবর্জনা ও দূষণমুক্ত তুলা তৈরি করা খুবই চ্যালেঞ্জের। ইউএস কটন উৎপাদকেরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে চলেছে।

#ইউএস কটন ১০০ ভাগ পরীক্ষিত এবং ইউএস কটনের প্রত্যেক বেলের বিষয়ে তথ্য সহজেই পাওয়া যায়। এটা অন্য দেশে উৎপাদিত তুলার তুলনায় তন্তু বাছাই ও তন্তু মিশ্রণ প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করে দেয়। এতে উৎপাদনশীলতা বাড়ে।

#টেকসই উন্নয়নের প্রধান স্তম্ভগুলো হলো: টেকসই অর্থনীতি, পরিবেশগত সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতা। টেকসই উন্নয়নের এসব প্যারাডক্স মোকাবিলায় সক্ষম ইউএস কটন উৎপাদনকারীরা।

সব আপল্যান্ড তুলা কি একইভাবে তৈরি হয়?

#এই প্রশ্নের উত্তর সরাসরি `না’। এমনকি বিভিন্ন উৎসের তুলার তন্তু একই ধরনের এইচভিআই তন্তু বৈশিষ্ট থাকলেও সেটার তৈরি একইভাবে হয় না। কীভাবে তুলার গাছ রোপন, তুলা সংগ্রহ, বীজমুক্ত করা ও প্রস্তুত করা হচ্ছে, তার ওপর নির্ভর করে ভালো তুলার বৈশিষ্ট। বুনন কারখানায় আসার আগে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ।

#মানুষ বেছে বেছে তুলার আঁশ সংগ্রহের ফলে তুলা কম আর্বজনা সৃষ্টি করে বলে মনে করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ দিয়ে তুলা সংগ্রহ করা হয় খেত থেকে।তবে অদক্ষ শ্রমিকের কারণে এতে উচ্চ দূষণ ও অতিমাত্রায় পরিপক্কতার ঝুঁকি বেশি থাকে। অদক্ষ শ্রমিকের কারণে তুলা তুলতে সময় অনেক বেশি লাগে। শ্রমিক দিয়ে খেত থেকে তুলা সংগ্রহের কারণে বেশি সময় লাগায় বেল অনুযায়ী তন্তুর বৈশিষ্টগত ভিন্নতা বেশি পরিলক্ষিত হয়। পরিপক্কতা মাত্রার ভিন্নতা এবং তুলা সংগ্রহের সময় ভিন্ন ধরনের আবহা্ওয়া অবস্থা কারণে তন্তুর এই বৈশিষ্টগত ভিন্নতা মাইক্রোনেয়ার ও প্লাস-বি মানগুলোর জন্য বিশেষভাবে সত্য হয়।

#মেশিনে তুলা সংগ্রহ করার সুবিধা রয়েছে। এর মাধ্যমে দ্রুত ও খুব কার্যকরভাবে তুলা সংগ্রহ করা যায় খেত থেকে। এতে এক বেলের সঙ্গে অন্য বেলের তুলার বৈশিষ্টগত ভিন্নতা খুবই কম দেখা যায়। মেশিন দিয়ে তুলা সংগ্রহের বিশেষ সুবিধা ও কার্যকারিতা থাকায় তন্তুর গড় আকার, মাইক্রোনেয়ার, পরিপক্কতা ও প্লাস-বির মতো তুলার তন্তুর সুক্ষ্ণ বৈশিষ্ট্য স্ব-নিয়ন্ত্রিত থাকে।

#মেশিন দিয়ে খেত থেকে তুলা সংগ্রহে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। পদ্ধতি দুটি হলো স্পিন্ডাল হারভেস্টিং ও স্ট্রিপার হারভেস্টিং। তুলা সংগ্রহের এই দুই ধরনের প্রধান পার্থক্য হলো স্ট্রিপার হারভেস্টিংয়ে উচ্চমাত্রায় আবর্জনা বা দুষণ এবং তন্তু নয় এমন অন্যান্য বর্জ্য বেশি জড়ো হয়। প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় তন্তু শুকানোর সঠিক মান নিয়ন্ত্রণ, বীজ তুলা পরিষ্কারকরণ, বীজ ছড়ানো ও লিন্ট পরিষ্কারের মাধ্যমে এসব ভিন্নতাগুলো দূর করা হয়।

#সব আপল্যান্ড তুলার মধ্যে ইউএস কটনের রয়েছে সবচেয়ে ভালো প্রক্রিয়াজাতকরণ সুবিধা। এই প্রক্রিয়া এমন একটি বুনন প্রক্রিয়া যেখানে সুচারুভাবে কাজ সম্পন্ন হয় বিভিন্ন মেশিন ব্যবহারের মাধ্যমে। এর মাধ্যমে তন্তুর সবচেয়ে কম ক্ষতি হয় জঞ্জাল ও বাহ্যিক ক্ষুদ্র বর্জ্য মুক্ত করে ব্যবহার উপযোগিতা বাড়ানো এবং সর্বোচ্চ ভাজ অপসারণ করে মানোন্নয়ন করা সম্ভব হয়।

# তুলা সংগ্রহ থেকে শুরু করে বীজমুক্ত প্রক্রিয়া পর্যন্ত ইউএস কটন যে উৎপাদন পদ্ধতি গ্রহণ করে থাকে নিঃসন্দেহে তা বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত। তন্তু শুকানো, বীজ ছড়ানো, বীজ আলাদাকরণ ও লিন্ট পরিষ্কার, তুলা প্রক্রিয়াজাতকরণের প্রতিটি পর্যায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এতে তুলার মান যেমন ভালো হয়, তেমন দেখতেও সুন্দর ও পরিষ্কার লাগে। আর্দ্র উপাদান ও তন্তু ভঙ্গুরতার মতো বিষয়গুলো খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে দেখা হয় এবং সেই অনুযায়ী স্বয়ংক্রিয় সামঞ্জস্যতার বিধান করা হয়। এ ছাড়া ইপিএ-এর উপযুক্ত মান বজায় রাখতে ধুলো ও বায়ুদূষণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা হয়।

ইউএস কটন বুনন কারখানাগুলোতে কী কী ধরনের সুযোগ-সুবিধা দিতে পারে?

#বিশ্বের অন্য যেকোনো তুলার তুলনায় ইউএস কটনে পূর্ণমাত্রায় তন্তুীয় বৈশিষ্ট রয়েছে। এই কারণে বুনন কারখানাগুলো এই তন্তু ব্যবহার করে মোটা সুতা ৬০’এস ইংলিশ থেকে শুরু করে চিকন সুতা ৬০’এস ইংলিশ সব ধরনের সুতা তৈরি করতে পারে বিভিন্ন বুনন যন্ত্রের সাহায্যে (রিং স্পিনিং, ওপেন-এন্ড স্পিনিং ও এয়ার জেট স্পিনিং)।

#সুতার গুণগত মানের প্রভাব ছাড়াই ইউএস কটন ব্যবহারে সর্বোচ্চ তিন শতাংশ কার্ড বর্জ্য ও কম্বার নেল কমানো যেতে পারে। একটি বুনন কারখানা বছরে যদি এক লাখ বেল ইউএস কটন ব্যবহার করে, তাহলে বছরে ১০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে। আর এটার জন্য বিশেষ কিছু কার্যকরী পদ্ধতি ও উপায় জানা প্রয়োজন। এই বিষয়ে আরও তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই লেখকের সঙ্গে। ইমেইল: yelmogahzy@gmail.com.

বিভিন্ন উৎসের তুলা থেকে বর্জ্য উৎপন্ন হওয়ার তুলনামুলক বিশ্লেষণ করেছেন লেখক। গবেষণায় দেখা গেছে, ৩০ বান্ডিল (কার্ডেড) সুতা থেকে ১০ লাখ টি-শার্ট তৈরি হয়, যার জন্য ৯৫০ বেল ইউএস কটন দরকার হয়। এ জন্য ব্রাজিলীয় কটনের দরকার পড়ে ৯৭২ বেল। আর ওয়েস্ট আফ্রিকা কটনের প্রয়োজন পড়ে ৯৯৪ বেল। তন্তু বাছাই, তন্তু মিশ্রণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার কার্যকরী প্রক্রিয়ার মধ্যে নিহিত রয়েছে তুলার ব্যবহারের সবোচ্চ আর্থিক সুবিধা। এ জন্য প্রয়োজন তুলার সর্বোত্তম প্রক্রিয়াজাতকরণ সুবিধা ও তুলার পূর্ণমাত্রায় তন্তুগত বৈশিষ্ট। ইউএস কটনই এসব সুবিধা দিতে পারে। এ বিষয়ে আরও তথ্যের জন্য লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারেন:yelmogahzy@gmail.com.