কন্টেন্ট এড়িয়ে যাও

২০২৫ সালের মধ্যে ১০০% টেকসই কাপড়ের লক্ষ্য পূরণের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে ইউএস কটন ট্রাস্ট প্রটোকল ও টেক্সটাইল এক্সচেঞ্জ-এর ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ-এ যোগ দিয়েছে গ্যাপ ইনকরপোরেশন

বিশ্বব্যাপী

ট্রাস্ট প্রটোকল তুলা আহরণ জিএইচজি নিঃসরণ ও পানির ব্যবহার কমানোর প্রতিশ্রুতির বিজ্ঞান-ভিত্তিক লক্ষ্য পূরণে গ্যাপ ইনকরপোরেশনকে সহায়তা করবে

মেমফিস, টেনেসি - (ডিসেম্বর ৮, ২০২০) - শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক কোম্পানি গ্যাপ আজ ইনকরপোরেশন ইউএস কটন ট্রাস্ট প্রটোকল ও টেক্সটাইল এক্সচেঞ্জ-এর ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ-এ যোগ দিয়েছে। ২০২৫ সালের মধ্যে শুধু ১০০% টেকসই-উৎস থেকে তুলা আহরণের অঙ্গীকার পূরণে সহায়ক হিসেবে এবং নিজেদের সমন্বিত টেকসইযোগ্যতা কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

২০২৫ সালের মধ্যে আরও টেকসই উৎস থেকে ১০০% তুলা সংগ্রহে গ্যাপ ইনকরপোরেশনের লক্ষ্য ওল্ড নেভি, গ্যাপ, ব্যানানা রিপাবলিক ও অ্যাথলেটা-সহ এর অর্থপূর্ণ জীবনযাপনের ব্র্যান্ডগুলো জুড়ে নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলা খামারগুলোতে ব্যবহৃত টেকসইযোগ্য অনুশীলনগুলোর ওপর যাচাইকৃত উপাত্ত সরবরাহের মাধ্যমে এই লক্ষ্য পূরণে গ্যাপ ইনকরপোরেশনকে সাহায্য করবে ট্রাস্ট প্রটোকল। অংশগ্রহণকারী তুলা চাষিরা শিল্পখাত জুড়ে তথ্যউপাত্ত-চালিত পর্যবেক্ষণ ও সেরা অনুশীলনের পাশাপাশি, টেকসইযোগ্যভাবে-উৎপাদিত তুলার আহ্বান জানানো ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে উপকৃত হবেন। ট্রাস্ট প্রটোকল সদস্যপদ দেওয়া শুরু করে ২০২০ সালের অক্টোবরে এবং এখন এটা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের তাদের সরবরাহ শৃঙ্খল যে আরও দায়িত্বশীলভাবে উৎপাদিত পণ্য আহরণ করে তা প্রমাণে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দিচ্ছে।

“গ্যাপ ইনকরপোরেশন-এর কাছে ধারাবাহিক উন্নতি গুরুত্বপূর্ণ, তাই আমরা ইউএস কটন ট্রাস্ট প্রটোকল-এর মাধ্যমে আরও টেকসই কাপড় আহরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে বিজ্ঞানসম্মত ও শিল্পখাতের অনুশীলনগুলোর সঙ্গে সঙ্গতি রেখে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়ার বিষয়ে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, কার্বন নিঃসরণ হ্রাস ও পানির মতো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সূচকগুলো নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। আমেরিকার একটি কোম্পানি হিসেবে, অর্থপূর্ণ ব্র্যান্ডগুলো সঙ্গে নিয়ে টেকসইযোগ্যতার প্রতি আমাদের যে অঙ্গীকার, তার নিরিখে ইউএস কটন ট্রাস্ট প্রটোকলে যোগদান একটি যথাযথ অর্থবহ পদক্ষেপ”, বললেন গ্যাপ ইনকরপোরেশন-এর প্রোডাক্ট সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক অ্যালিস হার্টলে। “যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ তুলা উৎপাদনে সেচ ব্যবহার করা হয় না। এটা টেকসইভাবে তুলা চাষের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নেওয়ার এবং যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীদের সহায়তা করার সুযোগ করে দেয়।”

সংবেদনশীল উপাত্ত সংগ্রহ ও স্বাধীন তৃতীয়-পক্ষের যাচাইকরণে টেকসইযোগ্যতার অগ্রগতি মজবুত ও নির্ভরযোগ্য করে ইউএস কটন ট্রাস্ট প্রটোকল। গ্যাপ ইনকরপোরেশন-এর মতো সদস্য ব্র্যান্ডগুলো ছয়টি ক্ষেত্রে বছর-ভিত্তিক সমন্বিত তথ্যউপাত্ত পাবে: পানির ব্যবহার, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ, জ্বালানি ব্যবহার, মাটির কার্বন, মাটি ক্ষয় ও জমি ব্যবহারের দক্ষতা।

“গ্যাপ ইনকরপোরেশন-এর ব্র্যান্ডগুলো ঘরে ঘরে ছড়িয়ে আছে, আমার নিজের ঘরেও, এবং ব্যক্তিগতভাবে আমি সম্মানিত বোধ করছি কারণ তারা আমাদেরকে বেছে নিয়েছে একত্রে কাজ করার জন্য। এটি একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যারা টেকসইযোগ্যতাকে আসলেই গুরুত্ব দেয়,” বললেন ইউএস কটন ট্রাস্টের সভাপতি ড. গ্যারি অ্যাডামস। “টেকসইযোগ্যতার লক্ষ্য নির্ধারণের পর থেকে গ্যাপ ইনকরপোরেশন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এবং ট্রাস্ট প্রটোকলের মাঠ-পর্যায়ের তথ্যউপাত্ত (পরিবেশের ওপর) তাদের নেতিবাচক প্রভাব কমাতে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সাহায্য করবে। ট্রাস্ট প্রটোকলে যোগ দেওয়ার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের উৎপাদকদের সবচেয়ে টেকসই চাষাবাদ অনুশীলন শেখানোর আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা এবং উৎপাদকদের যোগদানকে উৎসাহিত করবে গ্যাপ ইনকরপোরেশন।

ইউএস কটন ট্রাস্ট প্রটোকলে যোগদানের পাশাপাশি, গ্যাপ ইনকরপোরেশন টেক্সটাইল এক্সচেঞ্জ ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ-ও গ্রহণ করেছে। ২০১৭ সালে এটি ঘোষিত হয় যখন প্রিন্স অব ওয়েলস বিশ্ব যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তা বিবেচনায় নিতে এই খাতের প্রধান নির্বাহীদের একটি দলকে আহ্বান জানান। ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ-এর অভিযাত্রা হলো বিশ্বে উৎপাদিত শতকরা ৫০ ভাগেরও বেশি তুলাকে আরও টেকসই চাষাবাদ পদ্ধতির আওতায় আনা। ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছে এবং আরও টেকসই তুলা সংগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছে যা তারা টেক্সটাইল এক্সচেঞ্জ-এর স্বীকৃত জৈবিক ও টেকসই তুলা উদ্যোগ তালিকা থেকে বেছে নিতে পারে। এই উদ্যোগ ক্ষুদ্র খামারিদের আয় বাড়ানোর সামর্থ্য রাখে, উচ্চমাত্রার ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ করে, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ হ্রাস বা তা বন্ধ করে, পানির ব্যবহার কমায় এবং মাটি ও পানির মান উন্নত করে। ২০২০ সালেই এপ্রিলে এ ধরনের একটি উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউএস কটন প্রটোকল।

গ্যাপ ইনকরপোরেশন ২০১৬ সাল থেকে আরও টেকসইভাবে উৎপাদিত তুলা কর্মসূচি থেকে তুলা সংগ্রহ শুরু করে এবং মাত্র তিন বছরের মধ্যে তাদের পণ্যে ব্যবহৃত অর্ধেকেরও বেশি (৫৭%) তুলা আসছে এসব উৎস থেকে। ২০২৫ সালের মধ্যে বাকি ৪৩% এর ঘাটতি মেটানোর মাধ্যমে ১০০% টেকসইভাবে উৎপাদিত তুলা আহরণের সক্ষমতা অর্জনে সহায়তা পেতে তারা ইউএস কটন ট্রাস্ট প্রটোকল ও ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ-এ যোগ দিয়েছে।

গ্যাপ ইনকরপোরেশন-এর মতো ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের তাদের সরবরাহ শৃঙ্খলে প্রবেশ করা তুলা আরও ভালোভাবে অনুসরণ করতে সক্ষম করে ইউএস কটন ট্রাস্ট প্রটোকল: অনন্য ঋণ হিসাব ব্যবস্থা ও পারমানেন্ট বেল আইডেন্টিফিকেশন (পিবিআই) বা স্থায়ী গাঁট সনাক্তকরণ ব্যবস্থা সরবরাহ শৃঙ্খল জুড়ে উন্নততর স্বচ্ছতা পেতে ব্র্যান্ডগুলোকে সক্ষম করে তোলে। ফিল্ড টু মার্কেট: দ্যা অ্যালায়েন্স ফর সাসটেইনেবল এগ্রিকালচার ও কটন ইউনিয়ন সার্টিফিকেশন নর্থ অ্যামেরিকার সঙ্গে একত্রে কাজ করে ট্রাস্ট প্রটোকল এবং এটা টেক্সটাইল এক্সচেঞ্জ-এর ৩৬টি পছন্দের কাপড় ও উপকরণের তালিকাও রয়েছে, যেখান থেকে টেক্সটাইল এক্সচেঞ্জের ম্যাটেরিয়াল চেঞ্জ ইনডেক্স কর্মসূচিতে অংশ নেওয়া ১৭০টিরও বেশি ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা বেছে নিতে পারেন তাদের পছন্দেরটি। এটা কটন ২০৪০ ও কটনআপ নির্দেশিকারও অংশ।

গ্যাপ ইনকরপোরেশন সম্পর্কে

গ্যাপ ইনকরপোরেশন একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক রিটেইলার বা খুচরা বিক্রেতা যারা ওল্ড নেভি, গ্যাপ, ব্যানানা রিপাবলিক, অ্যাথলেটা, ইন্টারমিক্স, জনি অ্যান্ড জ্যাক ব্র্যান্ডের অধীনে নারী, পুরুষ ও শিশুর জন্য পোশাক, অ্যাকসেসরিজ, ও প্রসাধনী পণ্য বিক্রি করে আসছে। ২০১৯ অর্থবছরে তাদের নিট বিক্রির পরিমাণ ছিলো ১৬.৪ বিলিয়ন ডলার। কোম্পানি-পরিচালিত দোকানে, ফ্র্যাঞ্চাইজি দোকানে ও ই-কমার্স সাইটে গ্যাপ ইনকরপোরেশনের পণ্য পাওয়া যায়। আরও তথ্যের জন্য দয়াকরে দেখুন www.gapinc.com.

ইউএস কটন ট্রাস্ট প্রটোকল সম্পর্কে

আগের যেকোনো সময়ের চেয়ে সাপ্লাই চেইনে আরও বেশি যাচাই-বাছাই এবং স্বচ্ছতার ক্রমবর্ধমান চাহিদার এমন একটি সময়ে, ইউএস কটন ট্রাস্ট প্রটোকল আরও টেকসইভাবে উৎপাদিত তুলার একটি নতুন মানদণ্ড নির্ধারণ করছে। এটা গণনাযোগ্য ও যাচাইযোগ্য লক্ষ্য ও পরিমাপ নিয়ে এসেছে টেকসই তুলা উৎপাদনের বিষয়ে এবং প্রধান প্রধান টেকসইযোগ্যতার মানদণ্ডে অব্যাহত উন্নয়ন চালিয়ে যাচ্ছে।

সংবেদনশীল উপাত্ত সংগ্রহ ও স্বাধীন তৃতীয়-পক্ষের যাচাইকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তুলার অগ্রগতিতে সহায়তা ও নির্ভরযোগ্যতা ধরে রেখেছে ট্রাস্ট প্রটোকল। ট্রাস্ট প্রটোকলকে বেছে নেওয়ার মাধ্যমে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের কাছে একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চলে আসে সেটি হলো, তাদের সরবরাহ লাইনের তুলা তন্তুটি আরও টেকসই, এবং পরিবেশ ও সামাজিক ক্ষতির ঝুঁকিমুক্ত। ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা ইউএস কটনের টেকসইযোগ্যতার সনদে প্রবেশাধিকার পান। যে সনদ ফিল্ড টু মার্কেট-এর টেকসইযোগ্যতা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষিত, ফিল্ড ক্যালকুলেটরের মাধ্যমে পরিমাপ করা এবং কটন ইউনিয়ন সার্টিফিকেশন-এর মাধ্যমে যাচাই করা।

ইউএস কটন ট্রাস্ট পরিচালিত হয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা, সুশীল সমাজ ও স্বাধীন টেকসইযোগ্যতা বিশেষজ্ঞ এবং তুলা উৎপাদনকারী, বয়নকারী, মার্চেন্ট, পাইকার ও সমবায়, কারখানা ও তুলাবীজ হ্যান্ডলারসহ তুলা-উৎপাদন শিল্পের প্রতিনিধিদের মাধ্যমে গঠিত একটি মাল্টি-স্টেকহোল্ডার পরিচালনা পর্ষদের মাধ্যমে।

টেক্সটাইল এক্সচেঞ্জ সম্পর্কে

টেক্সটাইল এক্সচেঞ্জ একটি অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা টেকসই কাপড় ও উপকরণ শিল্পে নেতৃত্ব তৈরি করে। প্রতিষ্ঠানটি শিল্পখাতের শীর্ষস্থানীয় ছয়টি মানদণ্ডের দেখভাল করে এবং এগুলোকে সমুন্নত রাখে, পাশাপাশি, শিল্পখাতের গুরুত্বপূর্ণ উপাত্ত ও ভেতরের খবরা-খবর সংগ্রহ ও তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদেরকে তাদের পছন্দের কাপড় ও উপকরণের পরিমাপ, ব্যবস্থাপনা ও পদচিহ্ন অনুসরণ করায় সক্ষম করে। শীর্ষস্থানীয় ব্র্যান্ড, খুচরা বিক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সদস্যদের নিয়ে, দীর্ঘ সময় ধরে, টেক্সটাইল এক্সচেঞ্জ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ রেখে আসছে। বিশ্বজুড়ে বস্ত্র শিল্পে পছন্দের কাপড়-এর ব্যবহার তরান্বিত করার মাধ্যমে এই উদ্যোগ সফল হচ্ছে এবং এখন একে একটি অপরিহার্য লক্ষ্যে পরিণত করেছে এর ২০৩০ কৌশল: ক্লাইমেট+ এর মাধ্যমে। ক্লাইমেট+ কৌশলগত নির্দেশনার অধীনে, ২০৩০ সালের মধ্যে টেক্সটাইল ফাইবার ও উপকরণ উৎপাদন কার্যক্রমের থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড (CO2) নিঃসরণের মাত্রা ৩৫-৪৫% পর্যন্ত কমিয়ে আনার একটি লক্ষ্য অর্জনে জরুরি জলবায়ু সুরক্ষা বিষয়ক পদক্ষেপের চালিকা শক্তি হিসেবে কাজ করবে টেক্সটাইল এক্সচেঞ্জ। টেক্সটাইল এক্সচেঞ্জ সম্পর্কে আরও জানতে দেখুন www.TextileExchange.org। সাসটেইনেইবল কটন চ্যালেঞ্জ সম্পর্কে আরও জানুন এখানে।

মিডিয়া যোগাযোগ: অ্যাভ্রা লোরিমার, Avra.Lorrimer@hkstrategies.com; +১ ৩৪৭-৬৮৫-৫৭৪৫

অনলাইনে আমাদের দেখুন:

TrustUSCotton.org

Gapinc.com

আমাদের অনুসরণ করুন:

https://twitter.com/trustuscot...

https://www.facebook.com/trust...

https://www.instagram.com/trus...

https://www.linkedin.com/compa...

https://www.linkedin.com/compa...

-৩০-