প্রচেষ্টাগুলো সরবরাহ শৃঙ্খলে ট্রেসাবিলিটি বা অনুসন্ধানযোগ্যতার দিকে পরিবর্তিত হয়েছে, উত্তর আমেরিকার বিভিন্ন ব্র্যান্ড যেহেতু বৈশ্বিক মহামারী চলাকালে টেকসইযোগ্যতার উদ্যোগগুলো চালু রাখতে কাজ করছে
সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে পোশাক ও বয়নশিল্পের ৫৪ শতাংশ টেকসইযোগ্যতা বিষয়ক নেতারা বলছেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী শুরুর পর থেকে তাঁরা দেখেছেন পরিবেশগতভাবে টেকসই বিভিন্ন অনুশীলন ও পণ্যের জন্য ক্রেতাদের চাহিদা বেড়েছে। তবে ৫৯ শতাংশের মতে, ক্রেতারা এখনো কেনাকাটার ক্ষেত্রে দামের বিষয়টিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন।
কোভিড-১৯ পরবর্তী বিশ্বে বিভিন্ন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের মধ্যে টেকসইযোগ্যতার বিষয়টি কীভাবে বদলে যাচ্ছে সেটা দেখতে ইউএস কটন ট্রাস্ট প্রটোকল এই জরিপ পরিচালনা করেছে।
জরিপে দেখা যায়, উত্তরদাতাদের ৪৩% বিশ্বাস করেন এই সময়ে টেকসইযোগ্যতার বিভিন্ন প্রচেষ্টায় বিনিয়োগে কোভিড-১৯-এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, যেখানে ৪০% মনে করেন এর নেতিবাচক প্রভাব আছে। একইভাবে তাঁরা বিশ্বাস করেন, তাঁদের ক্রেতারা তাঁদের খরচের খাতা ও পরিবেশগত বিষয়ে গুরুত্ব দেওয়ার মধ্যে একটা টানাপোড়েনের মুখোমুখি হয়েছেন- ক্রেতারা আগামী বছর কীভাবে তাঁদের কেনাকাটার অগ্রাধিকার নির্ধারণ করবেন, এমন জিজ্ঞাসার জবাবে উত্তরদাতারা শীর্ষ যে দুটি অগ্রাধিকারের কথা বলেছেন সেগুলো হলো “সম্ভাব্য সেরা প্রস্তাবটি বেছে নেওয়া এবং তাঁদের ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে ব্র্যান্ড বা খুচরা বিক্রেতার বিন্যাস।
ইউএস কটন ট্রাস্ট প্রটোকলের প্রেসিডেন্ট ড. গ্রে অ্যাডামস বলেন, “এটা স্পষ্ট যে কোভিড-১৯ সরবরাহ শৃঙ্খলের শীর্ষে ও নিচের দিকে অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করেছে, কিন্তু এই জরিপ থেকে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ও তাদের ক্রেতারা টেকসইযোগ্যতার ওপর গুরুত্ব দিচ্ছেন।”
ড. অ্যাডামস আরও বলেন, “যেহেতু আমরা বিভিন্ন দেশে সংকট কাটিয়ে ওঠার স্তরে প্রবেশ করছি, এমন সময়ে ট্রাস্ট প্রটোকলের মতো ব্যবস্থা অন্য যেকোনো সময়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ এখান থেকে ব্র্যান্ডগুলো তাদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পেতে পারে। যার মাধ্যমে তারা তাদের বিজ্ঞানভিত্তিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর বিষয়ে নিজেদের অগ্রগতি দেখাতে পারে।”
সচেতন ক্রেতার চাহিদা টেকসইযোগ্যতা
উত্তরদাতাদের চুয়ান্ন শতাংশ বলেন, বৈশ্বিক মহামারী শুরুর পর থেকে পরিবেশগতভাবে আরও টেকসই অনুশীলন এবং পণ্যের জন্য তাঁদের ক্রেতাদের চাহিদা ‘উল্লেখযোগ্যভাবে’ অথবা ‘কিছুটা’ বেড়েছে। আর ৪২% বলেন,ওই ক্রেতারা সেসব চাহিদার ব্যাপারে আরও সরব। উত্তরদাতাদের প্রায় অর্ধেকের বক্তব্যে মনে হয়,তাঁরা বিশ্বাস করেন তাঁদের ক্রেতারা এসব কার্যক্রমের বিষয়ে খাতাকলমে জবাবদিহি চাইতে পারেন- প্রায় অর্ধেকে (৪৮%) বলেন, তাদের বিশ্বাস যদি তাদের প্রতিষ্ঠান টেকসইযোগ্যতার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে না পারে সেক্ষেত্রে তাঁদের ক্রেতারা ব্র্যান্ড বদলে ফেলতে পারেন।
সরবরাহ শৃঙ্খলে টেকসইযোগ্যতার ওপর অব্যাহত গুরুত্বারোপ
যখন কিছু (৯%) প্রতিবেদনে কোভিড-১৯-এর কারণে অধিকাংশ অথবা সব টেকসইযোগ্যতা উদ্যোগ থামিয়ে রাখা হয়েছে, অধিকাংশ প্রতিষ্ঠান তাদের উৎপাদন (২৫%), কাঁচামালের উৎসের সংস্থান (২৫%) অথবা অনুসরণযোগ্যতার (১১%) ক্ষেত্রে টেকসইযোগ্যতার উদ্যোগগুলোর ওপর গুরুত্ব বজায় রেখেছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলো কোভিড-১৯ সত্ত্বেও টেকসইযোগ্যতা উদ্যোগে বিনিয়োগ অব্যাহত রেখেছে
টেকসইযোগ্যতার বিভিন্ন উদ্যোগে প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগে কোভিড-১৯-এর প্রভাব বাজারভেদে ব্যাপকভাবে ভিন্ন – উত্তর আমেরিকার উত্তরদাতারা বিনিয়োগ সম্ভাবনা সবচেয়ে কম দেখেন, সেখানে মাত্র ২৬% উত্তরদাতা মনে করেন তাঁদের কোম্পানির টেকসইযোগ্যতার উদ্যোগে কোভিড-১৯-এর ইতিবাচক প্রভাব আছে। এদিকে ইউরোপে উত্তরদাতাদের প্রতি ১০ জনের মধ্যে ছয় জন (৬৩%) বলেন, তাঁদের কোম্পানির টেকসইযোগ্যতার প্রচেষ্টায় কোভিড-১৯-এর ইতিবাচক প্রভাব রয়েছে। আর এশিয়ায় উত্তরদাতাদের ৪৬% বলেছেন, তাঁদের বিশ্বাস টেকসইযোগ্যতা উদ্যোগগুলোতে সক্রিয় বিনিয়োগ বেড়েছে। এশীয়-ইউরোপীয় টেকসইযোগ্যতা উদ্যোগগুলো কোভিড-১৯-এর প্রভাবে উপকৃত হচ্ছে, বাজার-নির্দিষ্ট শর্তাবলী টেকসইযোগ্যতার ভবিষ্যতের ক্ষেত্রে বৈশ্বিক কারণগুলোর চেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
অনেক কোম্পানি বৈশ্বিক মহামারির মধ্যে তাদের টেকসইযোগ্যতা কর্মসূচিগুলো চালু রাখার পথ খুঁজছে- এ ক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে বাইরে থেকে অংশীদারি সহায়তা বৃদ্ধির (৬২%) ওপর যতক্ষণ পর্যন্ত না তারা আবার বড় ধরনের নতুন উদ্ভাবনে বিনিয়োগের সামর্থ্য অর্জন করে। এরইমধ্যে তারা পরিবেশগত বিবরণীতে স্বচ্ছ্বতা বৃদ্ধি (৫৯%); উৎস সংস্থানে টেকসইযোগ্যতার উন্নয়ন (৬৩%); এবং তাদের সক্রিয় কর্মসূচিগুলোর জন্য বাইরে থেকে টেকসইযোগ্যতা গুণমান বা প্রটোকলের সামঞ্জস্য বিধানের (৫৯%) প্রতি ক্রমবর্ধমান গুরুত্বারোপ করছে।
পদ্ধতি
ইউ.এস. কটন ট্রাস্ট প্রটোকল ২১ জুন থেকে-৫ জুলাই ২০২০ পর্যন্ত অনলাইন জরিপটির পৃষ্ঠপোষকতা করে আটটি বৈশ্বিক বাজারের ১৩৮ জন জ্যেষ্ঠ নির্বাহীর মধ্যে যাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে টেকসইযোগ্যতা সিদ্ধান্ত প্রণয়নে যুক্ত অথবা পূর্ণ দায়িত্বপ্রাপ্ত।
সোর্সিং জার্নাল এবং সংশ্লিষ্ট শিল্পের নেতৃস্থানীয় একটি প্যানেল অংশীদারের সমন্বয় কাজে লাগিয়ে উত্তরদাতাদের নিযুক্ত করা হয়েছিল।
উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার উত্তরদাতাদের এই গবেষণা-জরিপে জোরালো প্রতিনিধিত্ব রয়েছে। ফলাফলে বৈচিত্র্যময় পরিসরের টেক্সটাইল-ভিত্তিক শিল্পসমূহের অভিজ্ঞতার প্রতিফলন ঘটে: ঘরোয়া পণ্যসামগ্রী, জুতা, আনুষঙ্গিক জিনিসপত্র, কাপড়চোপড় এবং পোশাক।
ইউ এস কটন ট্রাস্ট প্রটোকল সম্পর্কে
যেকোনো সময়ের চেয়ে উন্নততর সরবরাহ শৃঙ্খল যাচাই-বাছাই এবং স্বচ্ছতার জন্য ক্রমবর্ধমান চাহিদার এই যুগে ইউ.এস.কটন ট্রাস্ট প্রটোকল অধিকতর পরিবেশবান্ধব উপায়ে উৎপাদিত তুলার জন্য একটি গুণগত মান নির্ধারণ করে দেবে। এটি পরিমাণযোগ্য ও যাচাইযোগ্য বিভিন্ন লক্ষ্য ও দায়িত্বশীলভাবে উৎপাদিত তুলা উৎপাদনের পরিমাণ হাজির করে এবং গুরুত্বপূর্ণ স্থায়ীত্ব নির্ধারকসমূহের ক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতা চালু রাখে।
ট্রাস্ট প্রটোকল বাস্তবধর্মী তথ্য-উপাত্ত সংগ্রহ এবং স্বাধীন তৃতীয়-পক্ষের দ্বারা প্রতিপাদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তুলাশিল্পের অগ্রগতি খুঁটিয়ে দেখে এবং যাচাই করে দেখে। ট্রাস্ট প্রটোকলকে বেছে নিলে বিভিন্ন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা তাদের প্রয়োজনীয় সমালোচনামূলক নিশ্চয়তা পাবেন যে তাদের সরবরাহ শৃঙ্খলে তুলা তন্তুর উপাদান অধিকতর পরিবেশবান্ধব উপায়ে উৎপাদিত যাতে তুলনামূলক কম পরিবেশগত ও সামাজিক ঝুঁকি রয়েছে। ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা যুক্তরাষ্ট্রের তুলাশিল্পে প্রবেশাধিকার পাবেন স্থায়ীত্বের প্রমাণপত্রাদি সহযোগে যা ফিল্ড টু মার্কেটের মাধ্যমে প্রমাণিত, ফিল্ডপ্রিন্ড ক্যালকুলেটরের মাধ্যমে পরিমিত এবং কন্ট্রোল ইউনিয়ন সার্টিফিকেশনসের মাধ্যমে যাচাইকৃত।
ইউ.এস.কটন ট্রাস্ট প্রটোকল তত্ত্বাবধানে রয়েছে একটি বহু-অংশীদারি পরিচালকমণ্ডলী। এটি বিভিন্ন ব্র্যান্ড ও রিটেইলার, সিভিল সমাজ এবং স্বাধীন টেকসইযোগ্যতা বিশেষজ্ঞ এবং তুলা-উৎপাদন শিল্পে যুক্ত উৎপাদনকারী, গিনার্স, বণিক, পাইকারি বিক্রেতা ও সমবায় সমিতি, কারখানা এবং তুলাবীজ পরিচর্যাকারীদের সমন্বয়ে গঠিত।
মিডিয়া যোগাযোগ: অ্যাভ্রা লোরিমার, Avra.Lorrimer@hkstrategies.com; +1 347-685-5745
অনলাইনে আমাদের খুঁজে পাবেন এই ঠিকানায়: TrustUSCotton.org
আমাদের অনুরসণ করুন:
https://twitter.com/trustuscot...
https://www.facebook.com/trust...
https://www.instagram.com/trus...
https://www.linkedin.com/compa...