ইউএস কটন ট্রাস্ট প্রটোকল বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাপারেল প্রতিষ্ঠান পিভিএইচ করপোরেশনকে আনন্দের সঙ্গে ট্রাস্ট প্রটোকলের সদস্যপদ দেওয়ার বিষয়টি ঘোষণা করছে। এই সদস্যপদ পিভিএইচকে ২০২৫ সালের মধ্যে ১০০ শতাংশ টেকসইযোগ্য উৎস থেকে তুলা আহরণে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি অর্জনে সব রকম সহায়তা করবে।
ট্রাস্ট প্রটোকলে যোগদানের মধ্য দিয়ে পিভিএইচ করপোরেশন যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীদের টেকসই অনুশীলন বিষয়ক যাচাইকৃত সব তথ্য-উপাত্তের সুবিধা পাবে। একই সঙ্গে পানির ব্যবহার কমানো, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস, জ্বালানির ব্যবহার কমানো, মাটিতে কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস, মাটির ক্ষয় এবং জমির ব্যবহারে দক্ষতা বিষয়ে এক বছর থেকে আরেক বছরের তুলনামূলক উপাত্তের ভান্ডারও পেয়ে যাবে পিভিএইচ।
‘‘ট্রাস্ট প্রটোকলে যোগদান আমাদের টেকযোগ্যতার লক্ষ্যে পৌছাতে সহায়তা করবে এবং আমাদের ব্র্যান্ডগুলো এবং সার্বিকভাবে অ্যাপারেল শিল্পের জন্য টেকসইযোগ্য উৎস হতে তুলা আহরণে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে আরও জোরদার করবে।’’ বললেন পিভিএইচ করপোরেশনের প্রধান টেকসইযোগ্যতা বিষয়ক কর্মকর্তা ম্যারিসা পাগনানি ম্যাকগোয়ান। ‘‘এই কর্মসূচি গ্রাহকদের টেকসই পণ্য সরবরাহে আমাদের সামর্থকে আরও জোরদার করবে।’’ বললেন তিনি।
‘‘নতুন সদস্য হিসেবে পিভিএইচকে আমরা গর্বের সাথে স্বাগত জানাই। তাঁদের দৃঢ় ও টেকসই লক্ষ্য অর্জনে আমরা সব রকম সহায়তা করবো। ‘ফরোয়ার্ড ফ্যাশন’ নামে প্রতিষ্ঠানটির করপোরেট রেসপনসিবিলিটি কৌশল রয়েছে ‘’ বলেন ইউএস কটন ট্রাস্ট প্রটোকলের প্রেসিডেন্ট ড. গ্যারি অ্যাডামস। ‘‘যাচাইকৃত টেকসইযোগ্য পণ্য সররাহের চাহিদা বাড়ার এই সময়ে ট্রাস্ট প্রটোকল যুক্তরাষ্ট্রের উৎপাদনকারিদের ক্ষমতায়িত করছে তাদের সার্বিক ব্যবস্থাপনা প্রদর্শনের ক্ষেত্রে, এবং তাদের পরিবেশগত প্রচেষ্টা যেভাবে তারা বাড়াচ্ছে তারও একটি স্বীকৃতি দিতে কাজ করছে।’’ বললেন গ্যারি অ্যাডামস।
২০২০ সালে যাত্রা শুরুর পর কটন ট্রাস্ট প্রটোকল ৪৫০টিরও বেশি ব্র্যান্ড, খুচরো বিক্রেতা, কারখানা এবং উৎপাদনকারি সদস্যকে স্বাগত জানিয়েছে। এর মধ্যে রয়েছে লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি, এবং এর সেরা ব্র্যান্ড গ্যাপ ইনকরপোরেশন, এর লক্ষ্য-নির্ধারক লাইফস্টাইল ব্র্যান্ড, যেটা একইসঙ্গে বৈশ্বিক অ্যাপারেল উৎপাদনকারি প্রতিষ্ঠান গিলডান। এ ছাড়াও কটন ট্রাস্ট প্রটোকল যুক্তরাজ্যের খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো, বাইফোর্ড এবং নেক্সট পিএলসিকে স্বাগত জানিয়েছে। ট্রাস্ট প্রটোকলের অন্য সদস্যদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নামী ১০টি কারখানা (বুলার কোয়ালিটি ইয়ার্নস, ক্যাপ ইয়ার্নস, সিসিডব্লিউ, কনটেমপোরা ফ্যাব্রিকস, কটসওল্ড ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেশন, ফ্রন্ট্রিয়ার ইয়ার্নস, হ্যামরিক মিলস, ইনম্যান মিলস, পার্কডেইল ইনকরপোরেশন, সুইসটেক্স ডিরেক্ট)। দক্ষিণ অ্যামেরিকার প্রথম সদস্যের যোগদানও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
ইউএস কটন ট্রাস্ট প্রটোকল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষের (এসডিজি) সঙ্গে সঙ্গতি বজায় রাখছে। টেক্সটাইল এক্সচেঞ্জ এবং ফোরাম ফর দ্য ফিউচার একে স্বীকৃতি দিয়েছে। এটা সানটেইনেবল অ্যাপারেল কোয়ালিশন, কটন ২০২৫ সাসটেইনেবল কটন চ্যালেঞ্জ, কটন ২০৪০ এবং কটন আপ উদ্যোগের অংশীদার।
ইউএস কটন ট্রাস্ট প্রটোকল সম্পর্কে
আগের যেকোনো সময়ের চেয়ে সাপ্লাই চেইনে আরও বেশি যাচাই-বাছাই এবং স্বচ্ছতার ক্রমবর্ধমান চাহিদার এমন একটি সময়ে, ইউএস কটন ট্রাস্ট প্রটোকল আরও টেকসইভাবে উৎপাদিত তুলার একটি মানদণ্ড নির্ধারণ করছে। এটা গণনাযোগ্য ও যাচাইযোগ্য লক্ষ্য ও পরিমাপ নিয়ে এসেছে টেকসই তুলা উৎপাদনের বিষয়ে এবং প্রধান প্রধান টেকসইযোগ্যতার মানদণ্ডে অব্যাহত উন্নয়ন চালিয়ে যাচ্ছে।
সংবেদনশীল উপাত্ত সংগ্রহ ও স্বাধীন তৃতীয়-পক্ষের যাচাইকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তুলার অগ্রগতিতে সহায়তা ও নির্ভরযোগ্যতা ধরে রেখেছে ট্রাস্ট প্রটোকল। ট্রাস্ট প্রটোকলের সদস্য হওয়ার মাধ্যমে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা এমনসব উপাত্ত পেয়ে যান যা তাদের সাপ্লাই চেইন আরও টেকসই, এবং পরিবেশ ও সামাজিক ক্ষতির ঝুঁকিমুক্ত- এমন বিষয়ে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দেয়। ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা ইউএস কটনের টেকসইযোগ্যতার সনদে প্রবেশাধিকার পাবেন। যেই সনদ মাঠ থেকে বাজার পর্যন্ত উপাত্ত যাচাইকরণের মাধ্যমে পরীক্ষিত: এই উপাত্ত দ্য অ্যালায়েন্স ফর সাসটেইনেবল এগ্রিকালচার, ফিল্ড প্রিন্ট ক্যালকুলেটরের মাধ্যমে পরিমাপ করা এবং কন্ট্রোল ইউনিয়ন সার্টিফিকেশনের মাধ্যমে যাচাই করা।
ইউএস কটন ট্রাস্ট পরিচালিত হয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা, সুশীল সমাজ ও স্বাধীন টেকসইযোগ্যতা বিশেষজ্ঞ এবং তুলা উৎপাদনকারী,বয়নকারী, মার্চেন্ট, পাইকার ও সমবায়, কারখানা ও তুলাবীজ হ্যান্ডলারসহ তুলা-উৎপাদন শিল্পের প্রতিনিধিদের মাধ্যমে গঠিত একটি মাল্টি-স্টেকহোল্ডার পরিচালনা পর্ষদের মাধ্যমে।
পিভিএইচ সম্পর্কে
পিভিএইচ বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি প্রশংসিত ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর একটি। ৪০টিরও বেশি দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি। ১৪০ বছরের প্রচেষ্টার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের ব্র্যান্ডের শক্তি। উন্নততর ফ্যাশন প্রতিষ্ঠাই আমাদের টিম ও এর প্রতিটি সদস্যের অঙ্গীকার। এটাই আমাদের শক্তি, এটাই পিভিএইচের শক্তি।
পিভিএইচের করপোরেট রেসপনসিবিলিটি কৌশল ‘ফরোয়ার্ড ফ্যাশন’ বিষয়ে আরও তথ্য জানতে যোগাযোগ করুন
গণমাধ্যম যোগাযোগ: জেনিস ওয়ালটারস, Janice.Walters@hkstrategies.com; +১ (৫৭১) ৫২৭-৯৮৪০
পিভিএইচ যোগাযোগঃ : communications@pvh.com
অনলাইনে আমাদের ঠিকানা: TrustUSCotton.org
আমাদের অনুসরণ করুন এখানে:
https://twitter.com/trustuscotton
https://www.facebook.com/trustuscotton/
https://www.instagram.com/trustuscotton/
https://www.linkedin.com/company/responsibleuscotton