THE COTTON USA™ DIFFERENCE -
অভিজ্ঞতা নিজে ব্যবহার করে দেখুন।
এর শুরুটা উচ্চমানের যুক্তরাষ্ট্রের সুতা দিয়ে। উচ্চ মান আর স্থায়ীত্বের বিষয়টি মাথায় রেখেই উৎপাদন করা হয়। এটা এমন সুতা যা আপনাকে প্রতিযোগিতামূলক বাজারে অন্যদের চেয়ে সবচেয়ে ভালো মান সরবরাহ করবে।
এর জন্য শিক্ষামূলক থেকে শুরু করে প্রযুক্তিগত পরামর্শমূলক ও উদ্ভাবনী বিভিন্ন আয়োজন করা হয়। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার সব স্তরে নির্ভরযোগ্য অংশীজনদের সঙ্গে কাজ করে যা এই শিল্প খাতের নেতৃস্থানীয় পণ্যটির উৎকর্ষ সাধন করে।
আর সবার শেষে একটা বিষয় হলো এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ও বৃদ্ধিবৃত্তিক নানা বিষয়। এটা আপনার সবাইকে ছাড়িয়ে যাওয়ার এবং সবার চেয়ে এগিয়ে থাকার জন্য প্রয়োজন।
কারখানা, উৎপাদনকারী, ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য “The Cotton The World Trusts” শুধু একটি স্লোগান নয়। পণ্য, অংশীদারত্ব ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই আস্থা আমরা অর্জন করেছি, যা সত্যিকার অর্থেই ব্যতিক্রম ও ভালো।

মান
কি সরবরাহ করবেন তা নির্ভর করে আপনি কি ব্যবহার করছেন। আমরা এই বিশ্বাসে অবিচল যে এটা হলো COTTON USA™। এ কারণে যেসব কারখানা, উৎপাদনকারী, ব্রান্ড ও খুচরা বিক্রেতার মানসম্পন্ন, উপযুক্ত ও সবচেয়ে ভালো মানের তন্তুর প্রয়োজন হয় তারা COTTON USA™-এর শরণাপন্ন হয়। আর মান আরও ভালো করার জন্য আমরা প্রতিনিয়ত উদ্ভাবনমূলক নানা কাজ করি। আমরা আমাদের পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য বছরে ২০০ মিলিয়ন ডলার ব্যয় করি, বিশ্বে আর কোনো তুলা উৎপাদক দেশ এ পরিমাণ বিনিয়োগ করে না।
একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।
সেবাসমূহ
উচ্চমানের পণ্য তো প্রাথমিক বিষয়। আমাদের সেবাসমূহের মধ্যে অন্যতম একটি অংশ হলো শিক্ষামূলক আয়োজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করার সুযোগ। এসব সেবা আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া এবং মার্কিন তুলা ব্যবহার করে ভালো ফল অর্জনে সাহায্য করে থাকে।
এ বিষয়ে আরও জানুন
তথ্য-উপাত্ত
তথ্য-উপাত্ত হলো সবকিছুর মূল। COTTON USA™ আপনাকে ব্যাপক তথ্য-উপাত্ত সরবরাহ করে। এটা করা হয় The U.S. Cotton Trust Protocol®-এর মাধ্যমে। স্থায়ীত্ব পরিমাপ করার যেসব মূল মানদণ্ড রয়েছে তা পূরণ ও আপনার লক্ষ্য অর্জনে এই প্রটোকল শক্তিশালী একটি উপায় হিসেবে কাজ করে থাকে।
এ বিষয়ে আরও জানুন
বুদ্ধিমত্তা
আপনি যখন COTTON USA™-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবেন তখন আপনি COTTON USA SOLUTIONS®-এর সেবাগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এর আওতায় ব্যবসায় আরও ভালো করার জন্য পাঁচটি কর্মসূচি ও উপায় রয়েছে যে সেবা আর কেউ দেবে না। এর মধ্যে রয়েছে COTTON USA Mill Performance Index®। কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা তুলনা করে দেখার জন্য বিশ্বের প্রথম ব্যবস্থা এটি।
এ বিষয়ে আরও জানুন