কারখানার কার্যক্ষমতা পরিমাপ করার ক্ষেত্রে বিশ্বের প্রথম পদ্ধতিতে সবার চেয়ে এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্রের তুলা কীভাবে সাহায্য করে তা দেখুন।
কারখানার কার্যক্ষমতা তুলনা করে দেখার ক্ষেত্রে বিশ্বের প্রথম পদ্ধতিটি ব্যবহারের সুবিধা থাকছে আপনার জন্য। COTTON USA Mill Performance Index® আপনাকে দেখাবে কীভাবে আপনি বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় নিজের তুলনা করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে কীভাবে উৎপাদন বাড়ানো যায় সেটাও দেখাবে।
COTTON USA™-এর পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে এই পদ্ধতি আপনাকে ব্যয় সংক্রান্ত প্রধান পাঁচটি সূচকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলার প্রভাবের বিষয়টি দেখিয়ে দেবে। এই পাঁচ সূচক হলো কাঁচামাল, মেশিনের কার্যক্ষমতা, শ্রমিকদের কর্মদক্ষতা এবং কার্যক্ষমতা আর এনার্জি ব্যবস্থাপনা। ৭ লাখ ৬ হাজারের বেশি পয়েন্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও ১০ লাখ ৬৭ হাজার টন তুলার ব্যবহার দেখার ভিত্তিতে ফল তৈরি করা হবে। সব তথ্য থাকবে সর্বোচ্চ গোপন ও নিরাপদ।
COTTON USA Mill Performance Index®-এর সঙ্গে ইতিমধ্যে ১০০টির বেশি কারখানা যুক্ত হয়েছে। নিচে দেওয়া ফরমটি পূরণ করার মাধ্যমে আপনিও এসব কারখানার সঙ্গে যুক্ত হতে পারেন। অথবা COTTON USA™-এর স্থানীয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন।
