কন্টেন্ট এড়িয়ে যাও

কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল

ন্যাশনাল কটন কাউন্সিল অব আমেরিকার (এনসিসি) রপ্তানি প্রচার প্রতিষ্ঠান হলো কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই), এটি একটি অলাভজনক বাণিজ্য সংস্থা যা আমাদের ‘কটন ইউএসএ’ ট্রেডমার্ক নিয়ে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের তুলার তন্তুর (ইউ.এস কটন) প্রচার চালায় এবং তুলাজাত বিভিন্ন পণ্য উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের তুলার তন্তুর প্রচার এবং পণ্য ব্যবসায়ী ও ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিসিআই-এর ৬০ বছরের অভিজ্ঞতা আছে। ইউ.এস কটনের ব্যবহার

সহজ করতে বিভিন্ন স্পিনিং মিল, ফ্যাব্রিক ও তৈরি পোশাক প্রস্তুতকারী, বিভিন্ন ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, টেক্সটাইল সংস্থা, সরকার এবং ইউএসডিএ-এর সঙ্গে কাজ করে সিসিআই। বিশ্বজুড়ে ২০টি কার্যালয়ের মাধ্যমে ৫০টিরও বেশি দেশে আমাদের কর্মকান্ড বিস্তৃত রয়েছে।



আমাদের লক্ষ্য

ইউ.এস কটনকে মিল/প্রস্তুতকারী, ব্র্যান্ড/খুচরা বিক্রেতা ও ভোক্তাদের কাছে সবচেয়ে পছন্দের তন্তু হিসেবে প্রতিষ্ঠিত করাই সিসিআই-এর লক্ষ্য, যা যুক্তরাষ্ট্রের সামগ্রিক তুলা শিল্পে লাভজনক অবদান রাখবে এবং তন্তু, সুতা ও তুলাজাত পণ্যের রপ্তানির গতি বৃদ্ধি করবে।


আমাদের মূল্যবোধ

মান:

আমাদের গ্রাহকদের জন্য মান ও দক্ষতাকে আমরা গুরুত্ব দিই। এই কারণেই আমরা সার্বক্ষণিক উদ্ভাবনে বিশ্বাস করি। এর মধ্য দিয়ে আমরা আরও দক্ষ জাতের বীজ তৈরির জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে থাকি, তুলা সংগ্রহের ক্ষেত্রে ১০০ ভাগ যান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করা হয়, এবং কার্যত দূষণমুক্ত তুলা পেতে তুলা পরিষ্কারের পদ্ধতি উন্নত করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে, উন্নত ফলাফল পেতে হলে আপনার অবশ্যই উন্নত যোগান প্রয়োজন।


টেকসই সক্ষমতা:

কটন ইউএসএ বিশ্বের যে কোন দেশের তুলনায় সবচেয়ে টেকসই তুলো উৎপাদনের প্রচেষ্টা চালায়। পারিবারিক কৃষকদের কয়েক প্রজন্ম ও জমির প্রতি তাদের দায়িত্ব, কঠোর নিয়মকানুন এবং নিখুঁত উদ্ভাবনী কৃষি প্রযুক্তির মাধ্যমে, যুক্তরাষ্ট্র তুলা উৎপাদনে পুরো বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, যা পরবর্তী প্রজন্মের জন্য আরও উৎকৃষ্ট ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।


স্বচ্ছ অংশীদারত্ব:

স্বচ্ছতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে, নিজেদের এবং আমাদের শিল্পকে দায়বদ্ধ রাখলে তা সবাইকেই লাভবান করবে। আমাদের সিসিআই পরিবার থেকে শুরু করে বৃহৎ শিল্প এবং আমাদের গ্রাহকদের কাছে সফল হওয়া, ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে বিশ্বস্ত সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কঠোর বাছাই প্রক্রিয়া, চুক্তি মেনে চলার মান এবং গ্রাহক সেবা দেওয়ার মাধ্যমে শিল্পে নেতৃস্থানীয় অবস্থানে থাকার গৌরব অর্জন করেছে কটন ইউএসএ।




একজন সরবরাহকারী খুঁজুন

বিশ্বের বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আপনার ব্যবসা গড়ে তুলুন

একজন সরবরাহকারী খুঁজুন
https://www.cottonusa.org/uploads/images/ctaribbon-supplier.jpg

মার্কটি নিন

COTTON USA™ বাস্তব সুবিধাসহ নানাভাবে অংশীদারদের সহায়তা করে।

আর ও জানুন
https://www.cottonusa.org/uploads/images/get-the-mark-jackets-medium.jpg