কন্টেন্ট এড়িয়ে যাও

COTTON COUNCIL INTERNATIONAL

Cotton Council International (CCI) হলো National Cotton Council of America (NCC) -এর রপ্তানি বাড়ানোর প্রচারণা সংক্রান্ত একটি অঙ্গ প্রতিষ্ঠান। CCI একটি অলাভজনক বাণিজ্য সংগঠন, যারা আমাদের COTTON USA™-এর মাধ্যমে যুক্তরাষ্ট্ররে তুলা ও উৎপাদিত তুলাজাত পণ্য বিশ্বের বাজারে তুলে ধরার কাজটি করতে চায়।

The COTTON USA™ Difference-এর গল্প বলছে COTTON USA™ আর এই পার্থক্য হলো উচ্চমান, বিভিন্ন সেবা, তথ-উপাত্ত, বুদ্ধি-পরামর্শের ক্ষেত্রে। এখান থেকে এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন।

স্পিনিং কারখানা, ফেব্রিক ও পোশাক উৎপাদক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্রান্ড, খুচরা বিক্রেতা, পোশাক সংক্রান্ত সংগঠন, সরকার এবং USDA-এর সঙ্গে কাজ করে  CCI। বিশ্বজুড়ে ২০টি কার্যালয়ের মাধ্যমে ৫০-টির বেশি দেশে আমরা কার্যক্রম পরিচালনা করি।


আমাদের লক্ষ্য

CCI-এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের তুলা অগ্রাধিকারভিত্তিতে কারখানা ও্ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ব্রান্ড/খুচরা বিক্রেতা, ক্রেতাদের মাঝে যুক্তরাষ্ট্রের তুলাকে বেছে নেওয়ার চাহিদা তৈরি করা। আর এটা করা হবে উচ্চমানের পণ্য ও সেবা দেওয়ার মাধ্যমে, যাতে করে যুক্তরাষ্ট্রের তুলা যারা ব্যবহার করবে তাদের আয় বাড়বে। পাশাপাশি ফাইবার, ইয়ার্ন ও অন্য তুলাজাত পণ্যের বৃদ্ধি।

যদি আরও খোলাখুলি বলা যায় তাহলে ব্যাপারটা হলো আমরা তুলার জগতে আপনাকে নতুন এক পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি।